সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মহার্ঘ ভাতার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘মহার্ঘ ভাতার ঘোষণা কে দিয়েছে, আমি জানি না। তবে অর্থ মন্ত্রণালয়ের কাছে বিষয়টি আসার পর আমরা সিদ্ধান্ত নেবো এবং তারপর ঘোষণা দেবো।’
তিনি আরও বলেন, ‘বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে, তা অনেক আগে নেওয়া সিদ্ধান্ত ছিল।’
এ সময় ড. সালেহউদ্দিন আহমেদ জানান, রোজায় খাদ্যপণ্যের ঘাটতি না হয় সেজন্য চাল ও গমের মজুত নিশ্চিত করা হবে।
রেলের কর্মচারীদের দাবির বিষয়ে তিনি বলেন, রেলের কর্মচারীদের যৌক্তিক দাবি যতটুকু সম্ভব, তা পূরণ করা হয়েছে। ওভারটাইম ইস্যুর সমাধানও করা হয়েছে। তবে এর বাইরের যেসব দাবি রয়েছে, সেগুলি পূরণ করা সম্ভব নয়, কারণ দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :