বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, যদি এসব বন্ধ না করা হয়, তবে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের নেয়া কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাহত হতে পারে।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এর ৫০ পৃষ্ঠার প্রতিবেদনে এসব উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংস্থাটি উল্লেখ করেছে যে, আইনশৃঙ্খলা বাহিনী পুরোনো নিপীড়নমূলক ভূমিকায় ফিরে গেছে, যা বাংলাদেশের জন্য একটি বড় সংকট সৃষ্টি করতে পারে।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলছে, বাংলাদেশে পুলিশ আবারও অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে যাচাই-বাছাই ছাড়াই ফৌজদারি মামলা দায়ের করছে, যার ফলে পুলিশ যেকোনো ব্যক্তিকে যেকোনো পরিস্থিতিতে হয়রানি করার সুযোগ পাচ্ছে।
এ ছাড়া অন্তর্বর্তী সরকারকে দ্রুত গুম বিষয়ক অনুসন্ধান কমিশনের সুপারিশ অনুযায়ী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করারও জোর দাবি জানিয়েছে সংস্থাটি। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইনের পরিবর্তে অন্তর্বর্তী সরকার যে নতুন অধ্যাদেশ চালু করেছে দুর্ভাগ্যজনকভাবে তাতে আগের আইনের মতো বেশ কিছু ক্ষতিকর ধারা-উপধারা রাখা হয়েছে বলেও প্রতিবেদনে জানায় এইচআরডব্লিউ।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :