AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতের সঙ্গে সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১০ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
ভারতের সঙ্গে সব অসম চুক্তি নিয়ে আলোচনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে আওয়ামী লীগ সরকারের সময়ে ভারতের সঙ্গে স্বাক্ষরিত সব অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে, বিশেষ করে ফেন্সিডিল তৈরি করে বাংলাদেশে পাচার করে দেয়। যদিও তারা ফেন্সিডিলগুলো ওষুধ হিসেবে বানানোর দাবি করে, তবে আসলে তা মাদক হিসেবেই উৎপাদিত হয়।

তিনি আরও বলেন, সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো কার্যক্রম শুরু করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। একপক্ষে কাজ করার নিয়ম নেই। উন্নয়নমূলক কাজ যেমন একটি মসজিদ বা মন্দির নির্মাণের জন্যও দুই দেশের সম্মতি নেওয়া প্রয়োজন। ভবিষ্যতে কোনো পদক্ষেপ নিতে হলে, ভারতের পক্ষ থেকে সম্মতি নেওয়া নিশ্চিত করতে হবে এবং এ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিএসএফ বা ভারতীয় নাগরিক বা ভারতীয় দুষ্কৃতকারী কর্তৃক সীমান্ত হত্যা বা সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের ওপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়, এরকম চারটি খালে পানি শোধনাগার স্থাপন কারার বিষয় আলোচনা হবে।

এছাড়া বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনঃউন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছে উপদেষ্টা।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!