AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না : বিজিবি প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৬ পিএম, ২৯ জানুয়ারি, ২০২৫
ভারতকে কোনো বিষয়ে ছাড় দেয়া হবে না : বিজিবি প্রধান

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি বলেছেন, ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত ইস্যুতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তিগুলো পর্যালোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যোগ নিতে বলা হয়েছে। কূটনৈতিক পর্যায়ে এসব বিষয় সমাধানের চেষ্টা চলছে। আমাদের স্বার্থ রক্ষায় কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, বিশেষ করে যেসব ক্ষেত্রে আমরা বঞ্চিত হয়েছি, সেসব বিষয়ে দৃঢ় অবস্থান বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এ সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাজেন্ডা। মোট কথা কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বাংলাদেশ দৃঢ় অবস্থানে থাকবে। তিনি বলেন, সম্পর্কের উন্নয়ন শুধু একতরফা ছাড়ের মাধ্যমে সম্ভব নয়, বরং গঠনমূলক আলোচনা ও পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেও আস্থা বাড়ানো যায়।

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!