রাজধানী ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে মিরপুরের বাউনিয়ায় ৬টি খাল পুনর্খননের কাজ শুরু হয়েছে। খালগুলো পুনর্খননের কাজের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টারা লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের শুরু ঘোষণা করেন।
আজ রোববার সকালে খাল খননের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়, যার মাধ্যমে কাগজে নয়, বাস্তবে খাল উদ্ধারের কাজ শুরু হলো।
খাল খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, ‘রাজধানীতে এবার সত্যিই সত্যি খাল উদ্ধার কাজ শুরু হলো। এই কাজে বাধা এলে সম্মিলিতভাবে তা প্রতিহত করা হবে।’
এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘অল্প সময়ে বড় সংকটের সমাধান এই সরকার করতে পারবে না। তবে এর একটি রূপরেখা করতে চায় অন্তর্বর্তী সরকার।’
খাল খনন কাজের উদ্বোধনে লাল গালিচার ব্যবহার নিয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা (লাল গালিচা) খেয়াল করিনি।’
ঢাকা ও এর আশেপাশের ১৯টি খালকেই পর্যায়ক্রমে উদ্ধার করা হবে বলেও জানান পরিবেশ ও বন উপদেষ্টা। তিনি বলেন, ব্যয় সাশ্রয়ী পথেই সমন্বয় করা হবে এই কার্যক্রম।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :