AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ২৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আন্দোলনে আহতরা

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা, পুলিশের বাধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৫০ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৫
প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা, পুলিশের বাধা

সাত দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়ে আবারও সড়কে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা।

রোববার (২ ফেব্রুয়ারি) হোটেল ইন্টার কন্টিনেন্টালের পাশের সড়কে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। বাধার পরপরই তারা সেখানে অবস্থান নিতে বাধ্য হন।

এর আগে, সন্ধ্যা ৬টা পর্যন্ত শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি শেষ করে হাসপাতালে ফিরে যান আন্দোলনকারীরা। পরবর্তীতে তারা প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা শুরু করেন।

এদিন বেলা ১১টার পর থেকেই শিশুমেলা সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে দাবি আদায়ে আন্দোলন শুরু করেন জুলাই আন্দোলনে আহত পঙ্গু হাসপাতাল ও চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। সেসময় তারা ঘোষণা করেন যে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।

পরে বিকেল ৪টার সময় সচিবালয় অভিমুখে যাত্রার ঘোষণা দেন। এরপর ২ ঘণ্টা সময় পিছিয়ে ৬টার সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন।

আহতদের ৭ দাবি: ২৪ এর যোদ্ধাদের মধ্যে আহত এবং শহীদদের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ২. ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণপূর্বক গ্রেফতার। ৩. আহতদের কেটাগরী সঠিকভাবে প্রণয়ন। ৪. আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন। ৫. আহতদের চিকিৎসার সর্বোচ্চ সুব্যবস্থা নিশ্চিত করতে হবে। ৬. আহত এবং শহীদদের রাষ্ট্রীয় সম্মাননাসহ প্রয়োজনীয় আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে। ৭. আহতদের আর্থিক অনুদানের অঙ্ক বৃদ্ধিসহ ভবিষ্যৎ নিরাপত্তার বিষয়টা সুসংহত করতে হবে।

 

একুশে সংবাদ/জ.ন/এনএস

Link copied!