AB Bank
ঢাকা সোমবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ২০ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, আনা হয়েছে জলকামান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:১৮ পিএম, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষার্থীদের ঘিরে রেখেছে পুলিশ, আনা হয়েছে জলকামান

মহাখালী রেলগেট এলাকায় রেলপথ অবরোধ করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা, যার ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধের কারণে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বাধ্য হয়েছে।

এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের চারপাশ থেকে ঘিরে রেখেছেন পুলিশ সদস্যরা। এছাড়া মহাখালীর আমতলী মোড়ে অবস্থান নেওয়া জলকামানটিও সামনে এনে প্রস্তুত রাখা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে মহাখালী রেলগেটে দেখা গেছে, রেললাইনের ওপর বসে আছেন ২০-৩০ জন শিক্ষার্থী, আর পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও শতাধিক শিক্ষার্থী। তাদের চারপাশ ঘিরে অবস্থান নিয়েছেন পুলিশ, ডিবি, বিজিবি ও এবিবিএন সদস্যরা। এর পেছনে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের মুখে  নোয়াখালীর উদ্দেশে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস উল্টোপথে ফিরে গেছে।

বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন। তাৎক্ষণিকভাবে উপস্থিত রেলকর্মীরা লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান। পরে ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!