অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টাকে প্রতিহত করতে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হবে, এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আজ রোববার রাজধানীর খামারবাড়িতে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সম্প্রতি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত অনেকেই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।
যতদিন পর্যন্ত দেশ থেকে ডেভিল শেষ না হবে, ততদিন এই অপারেশন চলবে বলেও জানান উপদেষ্টা।
এদিকে, সুনামগঞ্জের কৃষকের ভাস্কর্য ভাঙা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এই ঘটনা তিনি জানেন না। তবে যারা এটি করেছে খোঁজ নিয়ে তাদেরও আইনের আওতায় আনা হবে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :