AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাহিদ হচ্ছেন নতুন দলের প্রধান


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:২৮ পিএম, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
নাহিদ হচ্ছেন নতুন দলের প্রধান

এ মাসের প্রথমার্ধেই জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যদিও দলের নাম এখনো চূড়ান্ত হয়নি, নেতৃত্ব কারা দেবেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

নতুনভাবে নিশ্চিত হওয়া তথ্য অনুযায়ী, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দলের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন। দলীয় দায়িত্ব গ্রহণের আগে তিনি সরকার থেকে পদত্যাগ করবেন, যা শিগগিরই ঘটতে পারে। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করবেন না; তারা নির্বাচনের আগে পদত্যাগ করবেন বলে জানা গেছে।

গত ৫ই আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি-না তা নিয়ে আলোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায় পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে। তবে অতীতে দেখা গেছে; খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কি-না সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এ দল নিয়ে এরইমধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে।

 

একুশে সংবাদ/ব/এনএস

Link copied!