সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের আয়কর অব্যাহতি সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার সংস্থাটির এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
এছাড়া, ফাউন্ডেশনের অনুদানের ওপর প্রদত্ত কর ছাড় সুবিধাও বাতিল করা হয়েছে।
এদিকে, গত মাসে পুতুলের সূচনা ফাউন্ডেশনের নিবন্ধিত ঠিকানায় গিয়ে অফিসের অস্তিত্ব খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেসময় কর ছাড় এবং আর্থিক অনিয়ম সম্পর্কিত নথি সংগ্রহের জন্য অভিযান চালায় দুদক।
পুতুল বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে কর্মরত আছেন।
ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুতুলের বিরুদ্ধে সারাদেশে বেশ কয়েকটি মামলা হয়েছে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :