অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগে মানবাধিকার ও পরিবেশ আইন বিষয়ক কর্মশালায় তিনি বলেন, অপরাধ দমনে জেলা পর্যায়ে ডিসি ও পুলিশ সুপার সমন্বিতভাবে কাজ করবেন। অপারেশন "ডেভিল হান্ট" পরিচালনার মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনা হবে, কেউ আইনের বাইরে থাকতে পারবে না।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, কোনভাবেই যেন কোনো সন্ত্রাসী জামিন না পান। বিচার বিভাগ ও আইনশৃংখলা বাহিনী সমন্বয়ের দেশ থেকে সন্ত্রাসীদের মূল উৎপাটন করা সম্ভব।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত শনিবার সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ নামে অভিযান শুরু করে যৌথ বাহিনী। এতে গ্রেপ্তার করা হয়েছে অনেককে।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :