আজও শাহবাগে বিক্ষোভ করছেন প্রাথমিকের তৃতীয় ধাপের সুপারিশ বাতিল হওয়া প্রার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারীদের অভিযোগ করে বলেন- তাদের নিয়োগ বাতিল করে যে রায় দেওয়া হয়েছে, সেটি ‘বৈষম্যমূলক’। বর্তমান সরকারই তাদের নিয়োগের সুপারিশ করে আবার তা বাতিল করেছে। এসময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
গত বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে কোটায় নির্বাচিত হওয়া ৬ হাজার ৫৩১ জনের ফল বাতিল করে হাইকোর্ট। পরে মেধার ভিত্তিতে নতুন করে ফল প্রকাশের আদেশ দেন আদালত।
গতকাল দুপুরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি জলকামান থেকে পানি ছেটানো ও টিয়ারসেল নিক্ষেপ করা হয়। কয়েক দফা লাঠিচার্জের পরও সড়কে অবস্থান ছাড়েননি আন্দোলনকারী শিক্ষকরা। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ এই ইন্টারসেকশন দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়েছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :