AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৫ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আজ

বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর) জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন নিয়ে তদন্ত প্রতিবেদন বা ফ্যাক্ট-ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করবে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর জানিয়েছে, আজ দুপুর আড়াইটায় জেনেভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে।

এর আগে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের পক্ষ থেকে বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছিল। তবে একদিন এগিয়ে আজই এই প্রতিবেদন করা হবে।

এদিকে পরিবর্তিত তদন্ত প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ জেনেভায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক উদ্বোধনী বক্তব্য প্রদান করবেন। এ ছাড়া প্যানেল সদস্য হিসেবে আরও উপস্থিত থাকবেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান ররি মাঙ্গোভেন, মানবাধিকার কর্মকর্তা জ্যোত্স্না পৌদ্যাল এবং প্রধান মুখপাত্র রাভিনা শামদাসানি।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির ছিল। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম।

গত বছর জুলাই-আগস্টে কোটাবিরোধী আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ, নির্বিচার গুলিবর্ষণ ও হত্যাযজ্ঞের অভিযোগ ওঠার পরপরই জাতিসংঘ গভীর উদ্বেগ জানিয়ে আসছিল। ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক দপ্তরের প্রধান ভলকার তুর্ককে মানবাধিকার লঙ্ঘন তদন্তের আহ্বান জানান।

গত আগস্টেই প্রাক-তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ তাদের খসড়া প্রতিবেদন নিয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সরকার গত সপ্তাহে মতামত জানিয়েছে।
 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!