AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫, ২১ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১০ এএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত

কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়— "ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।" আজ ১লা ফাল্গুন, ঋতুরাজ বসন্তের শুভ সূচনা। বসন্ত মানেই নতুন প্রাণের উচ্ছ্বাস, প্রকৃতির সজীবতা, আর এক নতুন রঙের আবির্ভাব। পাতা ঝরার দিনগুলো বিদায় জানিয়ে প্রকৃতি আজ সেজেছে নবীন রূপে। চারপাশে রঙিন ফুলের বাহার—গোলাপ, জবা, পারুল, পলাশ, শিমুল আর কেতকীর হাসিতে ভরে উঠেছে প্রকৃতি।

উৎসবপ্রিয় বাঙালির কাছে বসন্ত মানেই আনন্দ-উল্লাস। বসন্তের প্রথম দিনটি উদযাপনে তরুণ-তরুণীরা সেজে ওঠে ফুলের সাজে, মেতে ওঠে আনন্দের সুরে। রাজধানী ঢাকা সহ সারা দেশে চারুকলার প্রাঙ্গণ, বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বসন্তের আমেজ ছড়িয়ে পড়বে। প্রাণের উচ্ছ্বাসে মুখরিত হবে শহর, বর্ণিল হবে বসন্ত উৎসবের প্রতিটি মুহূর্ত।

ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত | ডিএমপি নিউজ

এদিন, বাঙালি ললনারা বাসন্তী রঙের শাড়ি পরে, খোঁপায় গাঁদা, পলাশসহ নানা রঙের ফুল গুঁজে বেরিয়ে পড়বেন শাহবাগ, চারুকলা চত্বর, টিএসসি, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাঙালির সাংস্কৃতিক উৎসব অমর একুশে বইমেলা পর্যন্ত। 

আর ছেলেরা লাল-হলুদ, বাসন্তী রঙ‍া পাঞ্জাবি আর ফতুয়ায় নতুন করে নিজেদের সাজিয়ে নেমে আসবে পথে। প্রেমের ঋতু বসন্তে প্রেমিক মন আনমনে গেয়ে উঠবে- শোন গো দখিনা হাওয়া/প্রেম করেছি আমি...।

ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত

এদিকে, আবহাওয়ায় বসন্তের আগমনে রাজধানীতে শীত কিছুটা কমেছে। খসে পড়েছে কুয়াশার ঘোমটা। পলাশ-শিমুলও ফুটছে দেশের কোথাও। চারিদিকে ফুলের শোভা। অশান্ত বাতাস। বসন্তের আগমনে কোকিলের কুহুতানে মুখরিত হবে শুধু শ্যামল সবুজ প্রান্তর নয়, এই শহরও। আর শুকনো পাতারা ঝরে গিয়ে জন্ম নেবে কচি নতুন পাতার। সেই পত্রপল্লবে, ঘাসে ঘাসে, নদীর কিনারে, কুঞ্জ-বীথিকা আর ওই পাহাড়ে অরণ্যে বসন্ত দেবে নবযৌবনের ডাক।  

জুলাই আন্দোলন পরবর্তী প্রথম বসন্ত বরণে মানব হৃদয়ে বসন্তের উষ্ণতা নিয়ে আজ বাইরে পা দেবেন সব বয়সী মানুষ। প্রিয়জনকে নিয়ে ভালোবাসার দিগন্ত ছুঁতে চাইবেন তারা। বিশেষ করে তরুণ প্রজন্ম গোলাপের গুচ্ছ নিয়ে একসঙ্গে বাইরে ঘুরে বেড়াবেন। কারো প্রেমের প্রথম কুঁড়িটিও হয়তো লাজুক চোখ মেলে তাকাবে পয়লা বসন্তের দিনে।

ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত

তবে তরুণ-তরুণীদের পাশাপাশি সব বয়সী মানুষ ঘরের বাইরে আসবেন। অমর একুশে গ্রন্থমেলা পরিণত হবে বাসন্তী রঙের বাগানে। এর মধ্যে রমনা পার্ক, জাতীয় সংসদ, চন্দ্রিমা উদ্যান, বোটানিক্যাল গার্ডেন, বলধা গার্ডেন, চারুকলার পেছনের সবুজ প্রাঙ্গণে ঘুরতে বেরুবে রাজধানীবাসী। পলাশ-শিমুলের রঙে রাঙিয়ে নেবেন মন। ফাগুনের আগুনে, মন রাঙিয়ে বাঙালি তার দীপ্ত চেতনায় উজ্জীবিত হবে। 

 

একুশে সংবাদ/আ.ট/এনএস

Link copied!