এখন থেকে পাসপোর্ট পেতে আর পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হবে না। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর মাধ্যমে পাসপোর্ট পাওয়া যাবে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, পুলিশ ভেরিফিকেশন প্রক্রিয়ার কারণে আবেদনকারীরা অনেক সময় দেরিতে পাসপোর্ট পান এবং অযথা কাগজপত্র যাচাইয়ের কারণে ভোগান্তিতে পড়েন। এ কারণে পাসপোর্ট আবেদনকারীদের যেকোনো ধরনের সমস্যা হ্রাস এবং সময়মতো পাসপোর্ট প্রদান নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টা পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেয়ার নির্দেশনা দিয়েছেন।
এতে আরও বলা হয়, নতুন পাসপোর্ট এর আবেদনের ক্ষেত্রে অনলাইনে জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাই করে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।
এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক ও অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে জন্ম নিবন্ধন সনদের তথ্যে যাচাই করে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট প্রদান করতে হবে।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :