AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিমান টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
বিমান টিকিটে দুর্বৃত্তপনা অনুসন্ধান করছি: স্বরাষ্ট্র সচিব

বিমান টিকিটের মূল্যবৃদ্ধি এবং কিছু দুর্বৃত্তপনার বিষয়ে অনুসন্ধান চলছে, জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটির শুনানির আগে তিনি এ মন্তব্য করেন।

সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আমাদের (এভিয়েশন সেক্টরে) অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের (জেনারেল সেলস এজেন্ট) সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে।

তিনি বলেন, আমরা আজ একটা বিষয় নিয়ে অনুসন্ধানের চেষ্টা করছি। আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়। এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম আছে, বিধি আছে। এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না। কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে। এই জিনিসটা অনুসন্ধান করতে আমরা বসেছি।

‘এর ফলে বাংলাদেশে যেসব এয়ারলাইন্স চলে তাদের যেসব প্রতিনিধি রয়েছে (জেনারেল সেলস এজেন্ট) তাদের নিয়ে বসেছি। তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি। একই সঙ্গে আমাদের অনুসন্ধানও যাতে মানুষের কাজে লাগে এ কারণেই এই প্রচেষ্টা। এটা আমাদের মতো করে আমরা তদন্ত করব৷।’

নাসিমুল গনি বলেন, ‘তাদের সাথে আলোচনা করে কীভাবে করা যায় সেসব বিষয় সিদ্ধান্ত হবে। আমরা আসলে তাদের সবার কথা শুনতে চাচ্ছি। তাদের কথা শুনে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি, যাতে অন্যান্য দেশের মতো টিকিট প্রাইসিং সমপর্যায়ে আনতে পারি।’

তিনি বলেন, আমাদের অনেক রকম সমস্যা রয়েছে। শুধু সমস্যাটা একতরফা যে তাদের সেটা নয়। বিভিন্ন সমস্যা আছে।

তিনি আরও বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না, শুধু তদন্ত করছি। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। সে কারণেই বসা হচ্ছে।

বিভিন্ন এয়ারলাইন্সের ভাড়া বেড়ে যাওয়ায় এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে সাত সদস্যের কমিটি গঠন করেছে বিমান ও পর্যটন মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে প্রধান করে গঠন করা কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এ বিষয়ে শুনানি করতে বুধবার বিকেলে বেসরকারি প্রায় ২৫টি এয়ারলাইন্সের প্রধান নির্বাহীর সঙ্গে বৈঠকে বসেছেন কমিটি প্রধান স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি।

 

একুশে সংবাদ/জ.ন/এনএস

Link copied!