AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
শিক্ষার্থীরা জানে না আজকে কি দিবস

সংবাদকর্মীদের দেখে তড়িগড়ি করে স্থাপন করলেন অস্থায়ী শহীদ মিনার


সংবাদকর্মীদের দেখে তড়িগড়ি করে স্থাপন করলেন অস্থায়ী শহীদ মিনার

কিশোরগঞ্জের ভৈরবে একটি প্রাইমারি স্কুলে সংবাদকর্মী দেখে তড়িগড়ি করে স্থাপন করলেন অস্থায়ী শহীদ মিনার। তবে বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরাই জানেন না আজকে কি দিবস।  আজ শুক্রবার সকাল ৯ টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের ফাঁড়ি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়টির অফিস রুমসহ সকল ক্লাস রুম তালাবন্ধ পাওয়া যায়। 

 এসময় দুজন মাত্র শিক্ষক স্কুলে পাওয়া যায়। বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে ফাঁড়ি রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনিরা বেগম বলেন, আজ শুক্রবার একুশে ফেব্রুয়ারি দিবসের উপলক্ষে দিন সকালে এসে পতাকা টাঙিয়ে বাসায় চলে গেছি। এখন আবার এসেছি।  বিদ্যালয়টির সহকারি শিক্ষক তাসলিমা পারভিন বেগম বলেন, গতকাল ছুটি নিয়ে ঢাকায় গিয়েছিলাম। সেজন্য আজ সকালে স্কুলে আসতে দেরি হয়েছে। এখন বিদ্যালয়ে এসেছি শিক্ষার্থীদের নিয়ে স্কুলের প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনার স্থাপন করে আন্তজার্তিক ভাষা দিবস উদযাপন করা হবে। 

আজকে দিনে কি দিবস উদযাপন করা হবে সে বিষয়ে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের কাছ থেকে জানতে চাইলে কেউ বলেন কি দিবস সে বিষয়ে জানেন না তারা। আবার কেউ কেউ বলছেন বিজয় দিবস বলছেন।  এছাড়াও উপজেলার একই ইউনিয়নের ভাটিকৃষ্ণ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে একই চিত্র দেখা যায়। সেখানে বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী এসে পতাকা লাগাচ্ছেন । এর পর সকাল সাড়ে ৯ টার পর বিদ্যালয়ে প্রবেশ করেন বিদ্যালয়ে সহকারি শিক্ষক জেসমিন আক্তার। 

এসময় তিনি বলেন, বাসায় কাজ থাকায় স্কুলে আসতে দেরি হয়েছে। এখন আসলাম শিক্ষার্থীদের সাথে নিয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপন করবো। 

 এ বিষয়ে ভৈরব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, শুনেছি আপনারা কয়েকজন সাংবাদিক আজ সকালের দিকে কয়েকটি স্কুল পরিদর্শন করেছেন। সেসব স্কুলের মধ্য সবকটি স্কুলে যথাযোগ্য মর্যাদায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। তবে কয়েকট স্কুলে নাকি একটু সমস্যা হয়েছে। সেসব স্কুলের প্রধান শিক্ষকদের কারণ দশানো নোটিশ দিয়েছেন বলে তিনি জানান।   

 একুশে সংবাদ/ এস কে

Link copied!