দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত। জয় বিবেচনায় এ ম্যাচে ভারতের চেয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে পাকিস্তান। ওয়ানডেতে এখন পর্যন্ত ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। এর মধ্যে পাকিস্তানের জয় ৭৩টিতে আর ভারতের জয় ৫৭টিতে। পরিত্যক্ত ৫টি ম্যাচ।
কিন্তু সর্বশেষ ১৫ ম্যাচ বিবেচনায় এগিয়ে ভারত। ১০টিতে জিতেছে টিম ইন্ডিয়া। পাকিস্তানের জয় ৪টিতে। একটি ম্যাচ পরিত্যক্ত হয়। এছাড়া সর্বশেষ ৬ ম্যাচের মধ্যে ৫টিতে জয় আছে ভারত।
ভারত-পাকিস্তান শেষ ১৫ লড়াই :
১৮-০৩-২০১২ : ভারত ৬ উইকেটে জয়ী, মিরপুর
৩০-১২-২০১২ : পাকিস্তান ৬ উইকেটে জয়ী, চেন্নাই
০৩-০১-২০১৩ : পাকিস্তান ৮৫ রানে জয়ী, ইডেন গার্ডেন্স
০৬-০১-২০১৩ : ভারত ১০ রানে জয়ী, দিল্লি
১৫-০৬-২০১৩ : ভারত ৮ উইকেটে জয়ী, বার্মিংহাম
০১-০৩-২০১৪ : পাকিস্তান ১ উইকেটে জয়ী, ঢাকা
১৫-০২-২০১৫ : ভারত ৭৬ রানে জয়ী, অ্যাডিলেড
০৪-০৬-২০১৭ : ভারত ১২৪ রানে জয়ী, বার্মিংহাম
১৮-০৬-২০১৭ : পাকিস্তান ১৮০ রানে জয়ী, ওভাল
১৯-০৯-২০১৮ : ভারত ৮ উইকেটে জয়ী, দুবাই
২৩-০৯-২০১৮ : ভারত ৯ উইকেটে জয়ী, দুবাই
১৬-০৬-২০১৯ : ভারত ৮৯ রানে জয়ী, ম্যানচেস্টার
০২-০৯-২০২৩ : পরিত্যক্ত, পাল্লেকেলে
১০-০৯-২০২৩ : ভারত ২২৮ রানে জয়ী, কলম্বো
১০-১০-২০২৩ : ভারত ৭ উইকেটে জয়ী, আহমেদাবাদ
সব মিলিয়ে ১৩৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান :
ভারত জয়ী : ৫৭টিতে
পাকিস্তান জয়ী : ৭৩টিতে
টাই : ০
পরিত্যক্ত : ৫টি
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :