AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৭ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে কুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি

উপাচার্য অপসারণ ও ছাত্র রাজনীতি বন্ধসহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।

এদিন বিকেল ৩টার পর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়। পরে কাকরাইল মসজিদের গেটের কাছে পৌঁছালে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। একপর্যায়ে সেখানেই প্রধান উপদেষ্টার একান্ত সচিব সাব্বির আহমেদ তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন।

পরে শহিদ মিনারে সংবাদ সম্মেলন করেন কুয়েট শিক্ষার্থীরা। এ সময় তারা বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পর্কে সরকার পজিটিভ। দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কিছুদিন সময় চাওয়া হয়েছে। এর প্রেক্ষিতে সরকারকে সময় দেয়া হচ্ছে জানিয়ে শিক্ষার্থীরা আরও বলেন, যদি দাবি না মানা হয়, তবে কুয়েটের ৫ হাজার শিক্ষার্থী কঠোর আন্দোলনে নামবে।

এর আগে রোববার সকালে ভাড়া করা দুটি বাসে ক্যাম্পাস থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে ঢাকায় আসেন কুয়েটের ৮০ জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল। একপর্যায়ে দুপুর ২টার পর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন তারা। ওই সময় শহিদ মিনারে ব্যাপক পুলিশ প্রটোকল ও আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান লক্ষ্য করা যায়। সেখানে অবস্থানকালে ঢাকায় অবস্থানরত কুয়েটের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদেরও তাদের সঙ্গে যোগ দিতে দেখা যায়।

 

একুশে সংবাদ/চ.ট/এনএস

Link copied!