শহীদ মুক্তিযোদ্ধা আলতাফ মাহমুদের স্ত্রী সারা আরা মাহমুদ মারা গেছেন। রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২৫মিনিটে রাজধানী ঢাকার আউটার সার্কুলার রোডে নিজের বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
সারা আরা মাহমুদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের সাবেক পরিচালক। তিনি অভিনেত্রী ও কণ্ঠশিল্পী শিমুল ইউসুফের বড় বোন।
শহীদ আলতাফ মাহমুদ ও সারা আরা মাহমুদের একমাত্র সন্তান শাওন মাহমুদ ফেসবুক স্ট্যাটাসে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি ফেসবুকে লিখেন, মা নাই। চলে গেছে। শহীদ আলতাফ মাহমুদ এর স্ত্রী সারা মাহমুদ আজ সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। আগামীকাল বাদ যোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শহীদ আলতাফ মাহমুদ ও সারা মাহমুদ দম্পতির একমাত্র মেয়ে শাওন মাহমুদের স্বামী টিপু বলেন, কয়েক দিন আগে মায়ের একটা সার্জারি হয়েছিল। `হিপ জয়েন্ট` ভেঙে গিয়েছিল। সেলাই কাটানোর পর ভালোই ছিলেন। গত চার দিন ধরে একটু শ্বাস কষ্ট হচ্ছিল। আর উনি তো কিডনি রোগেও আক্রান্ত ছিলেন। রোববার সন্ধ্যায় তাকে খাবার খাওয়াতে গেলে দেখা যায়, তিনি আর নি:শ্বাস নিচ্ছেন না।
রাতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সোমবার জোহরের পর ইস্কাটনে নূর নগর জামে মসজিদে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে তার মায়ের কবরে সারা মাহমুদকে দাফন করা হবে। ১৯৭১ সালের ৩০ অগাস্ট পাকিস্তানি হানাদার বাহিনী ধরে নিয়ে যায় সংগীতজ্ঞ আলতাফ মাহমুদকে। এরপর শহীদুল্লাহ কায়সার, মুনীর চৌধুরী, জহির রায়হানের মত তিনিও আর ফিরে আসেননি।
আলতাফ মাহমুদকে হারানোর পর থেকে একমাত্র মেয়ে শাওন মাহমুদকে নিয়েই চলে সারা মাহমুদের জীবনের আরেক লড়াই। সারা মাহমুদ শিল্পকলা একাডেমিতে ৩৪ বছর কর্মরত ছিলেন। তিনি নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।
একুষে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :