যৌথ বাহিনীর বিশেষ অভিযান `অপারেশন ডেভিল হান্ট` এ সারাদেশে আরও ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে ২৫ ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত মোট ৯ হাজার ৮৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় ৬৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আওতায় গ্রেপ্তার করা হয়েছে ৯০৯ জনকে।
অপারেশন ডেভিল হান্ট অভিযানের আওতায় পুরাতন বিদেশি পিস্তল একটি, এলজি একটি, পিস্তলের ম্যাগজিন একটি, শর্টগানের শাসা কার্তুজ একটি, ধারালো চাপাতি একটি, ধারালো বটি একটি, ছোরা দুটি উদ্ধার করা হয়েছে।
একুশে সংবাদ/আ.ট/এনএস
আপনার মতামত লিখুন :