সাবেক সমন্বয়কদের নিয়ে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। এতে কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার।
এছাড়া ছাত্র সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌহিদ মোহাম্মদ সিয়াম, সদস্য সচিব হিসেবে জাহিদ আহসান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রিফাত রশীদ ও মুখ্য সংগঠক হিসেবে তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী দায়িত্ব পেয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আত্মপ্রকাশ করে নতুন এ ছাত্র সংগঠন।
এদিকে ‘গণতান্ত্রিক ছাত্র সংসদের’ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সংসদের আহ্বায়ক হয়েছেন আব্দুল কাদের। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে লিমন মাহমুদ হাসান, সদস্য সচিব হিসেবে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আল আমিন সরকার দায়িত্ব পেয়েছেন। আর সংগঠনের ঢাবি সংসদের মুখ্য সংগঠক হয়েছেন হাসিব আল ইসলাম।
আরও পড়ুন: ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জোনায়েদ ও রিফাত
এদিন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের এবং আবু বাকের মজুমদার।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :