AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুলিশের ৫৩ কর্মকর্তার বদলি-পদায়ন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৬ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
পুলিশের ৫৩ কর্মকর্তার বদলি-পদায়ন

বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। একযোগে ৫৩ জন কর্মকর্তাকে বদলির আদেশ দেয়া হয়েছে, যার মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপন দু’টি স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায় বদলি করা হয়েছে। এ ছাড়া, ৮ এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির খো. ফরিদুল ইসলামকে র‍্যাবে এবং ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‍্যাবে বদলি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে মোট ২১ জন কর্মকর্তার বদলির আদেশ দেয়া হয়।

অপর প্রজ্ঞাপনে পুলিশ সদর দফতরে অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সিআইডিতে বদলি করা হয়েছে। এ ছাড়া, বিএমপিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতে বদলি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে মোট ৩২ জন কর্মকর্তার বদলির আদেশ দেয়া হয়েছে।

এ রদবদলের মাধ্যমে পুলিশ বাহিনীতে নতুন করে কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হলো। এ ধরনের বদলি সাধারণত প্রশাসনিক প্রয়োজন, কর্মকর্তাদের দক্ষতা এবং বিভিন্ন ইউনিটের চাহিদা বিবেচনা করে করা হয়ে থাকে। এই বদলির ফলে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে নতুন করে নেতৃত্ব দেয়ার সুযোগ পাবেন বদলিকৃত কর্মকর্তারা।

উল্লেখ্য, পুলিশ বাহিনীতে এই বড় রদবদলের মাধ্যমে নতুন করে দায়িত্ব পাচ্ছেন ৫৩ জন কর্মকর্তা। এই বদলি পুলিশের বিভিন্ন ইউনিটে নতুন গতিশীলতা ও দক্ষতা আনবে বলে আশা করা হচ্ছে। আগামী দিনগুলোতে পুলিশের কার্যক্রম আরও সুসংহত ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!