AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচন নিয়ে এখনও সরকারি নির্দেশনা আসেনি: সিইসি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩১ পিএম, ৫ মার্চ, ২০২৫
নির্বাচন নিয়ে এখনও সরকারি নির্দেশনা আসেনি: সিইসি

সংসদ নির্বাচনের নির্দিষ্ট তারিখ নিয়ে এখনো কোনো নির্দেশনা বা আভাস দেয়নি সরকার বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে প্রধান উপদেষ্টার ঘোষণার সম্ভাব্য সময় হিসেবে ডিসেম্বরকে লক্ষ্য রেখে প্রস্তুতি নিচ্ছে কমিশন। বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

গত বছর বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানান তিনি। সেনাবাহিনী প্রধানও একই তথ্য দিয়েছেন।

তবে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার জন্য চাপ দিচ্ছে বিএনপি। যদিও ভিন্ন মত রয়েছে অন্য কয়েকটি দলের। এই মতবিরোধের মধ্যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে দিনক্ষণ নিয়ে সরকার ইসিকে কোনো আভাস দেয়নি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হলে অবশ্যই আমাদের অক্টোবরের মধ্যে সিডিউল ঘোষণা করতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি। কিন্তু সরকারের পক্ষ থেকে অমাদের সেরকম কোনো পরামর্শ বা নির্দেশনা নেই।

নির্বাচনি সরঞ্জাম কেনাকাটা শুরু করবে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ, দলের নিবন্ধনসহ যাবতীয় প্রস্তুতি চললেও আইনি জটিলতায় আসন সীমানা পুননির্ধারণ থমকে আছে বলে জানান সিইসি। তিনি বলেন, আমরা আটকে গেছি আইন সংশোধন নিয়ে।

সিইসি আরও জানান, আগামী নির্বাচনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী। রাজনৈতিক দলগুলোর সহযোগিতার জন্য সংলাপ করবে ইসি। সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দল ছাড়া আমরা সুষ্ঠু ভোট করতে পারব না। বিভিন্ন অংশীজনের সাথে আমাদের আলাপ করতে হবে। রাজনৈতিক দলগুলো তো অবশ্যই। নির্বাচনে জেলা প্রশাসকেরা পক্ষপাতিত্ব করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও সিইসি হুঁশিয়ারি দেন।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!