সাবেক দুই মার্কিন রাষ্ট্রদূত, উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ, ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন। বুধবার (৫ মার্চ) সকালে তারা ট্রাইব্যুনালে উপস্থিত হন।
এদিকে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি কে এম আশরাফ উদ্দিন ও কনস্টেবল আকরামসহ ৫ পুলিশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় তাদের হাজির করা হয়। অভিযুক্ত অন্য তিন আসামি হলেন, শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান, কনস্টেবল মাহমুদুল হাসান।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট পতিত সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও আইনশৃঙ্খলা বাহিনী বেশ উশৃঙ্খল ছিলো। ঐ দিন কোনাবাড়ী থানার পাশে শিক্ষার্থী হৃদয়কে কয়কেজন পুলিশ সদস্য টেনে হিঁচড়ে নিয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মারে, এক পর্যায়ে কনস্টেবল আকরাম এসে হৃদয়ের পিঠে বন্দুক ঠেকিয়ে গুলি করে। এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছিলো। এই ৫ জন হৃদয় হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :