AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানবতাবিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না: চিফ প্রসিকিউটর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫০ পিএম, ৫ মার্চ, ২০২৫
মানবতাবিরোধী অপরাধের বিচার কঠিন প্রক্রিয়া, কেউ চাপ দেবেন না: চিফ প্রসিকিউটর

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ হওয়া সত্ত্বেও, এ বিষয়ে কোনো প্রকার চাপ প্রয়োগ না করার আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ বুধবার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। এরআগে বিচার প্রক্রিয়ায় সব ধরনে সহযোগিতার আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্টের সাবেক দুই কূটনীতিক। রাইট টু ফ্রিডম নামের মার্কিন থিংকট্যাঙ্কের পক্ষ থেকে সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শ করেন তাঁরা।

চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করা কঠিন প্রক্রিয়া, কেউ বাড়তি চাপ দেবেন না।

সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম ও কূটনৈতিক জন ড্যানিলোভিজ সকালে ট্রাইব্যুনাল পরিদর্শনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে বৈঠক করেন। এ সময় তাঁরা বিচারের বর্তমান অগ্রতি ও সার্বিক খোঁজ খবর নেন।

জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ এবং গত ১৫ বছরে যারা গুম–খুনের শিকার তাঁরা যেন ন্যায়বিচার পান এবং ভবিষ্যতে আর কেউ যেন বিগত সরকারের মতো অপরাধ না করতে পারে সে ব্যাপারে তাঁরা তথ্য দিয়ে এবং পরামর্শমূলক সহযোগিতা করতে চান বলে জানান চিফ প্রসিকিউটর।

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!