AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ মার্চ, ২০২৫, ২৪ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভেশনের জরিপ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:২০ পিএম, ৮ মার্চ, ২০২৫
এ বছরই নির্বাচন চান ৫৮ শতাংশ ভোটার: ইনোভেশনের জরিপ

দেশের ৫৮ শতাংশ ভোটার চান জাতীয় নির্বাচন ২০২৫ সালের মধ্যেই অনুষ্ঠিত হোক। জনগণের মতামত নিয়ে পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেটে গবেষণা সংস্থা ইনোভেশন এই জরিপের ফলাফল প্রকাশ করে। জরিপকারীদের মতে, দেশের ৬৪ জেলার ১০ হাজার ৬৯৬ জন ভোটারের সঙ্গে কথা বলে এই তথ্য পাওয়া গেছে।

বর্তমান প্রেক্ষাপটে জনগণের নির্বাচনী দৃষ্টিভঙ্গি, কবে ভোট, তাদের প্রত্যাশা কী এসব বিষয় নিয়ে জরিপ করে গবেষণা সংস্থা ইনোভেশন। চলতি বছরের ১৯ ফ্রেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত এই জরিপ চালানো হয়।

জরিপকারীরা জানান, চলতি ২০২৫ সালে ৫৮ শতাংশ ভোটার জাতীয় নির্বাচন চান। আর ২০২৬ সালের ডিসেম্বরের পর নির্বাচন পিছিয়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন ১০ দশমিক ৯ শতাংশ ভোটার।

ইনোভেশনের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার জানান, এ জরিপে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কার জনগণের অগ্রাধিকারে নেই, জরিপ অনুযায়ী মাত্র ৯ দশমিক ৩ শতাংশ অংশগ্রহণকারী রাজনৈতিক সংস্কার চান, আর সাংবিধানিক পরিবর্তন দাবি করেছেন মাত্র ৫ দশমিক ৩ শতাংশ।

জরিপ অনুযায়ী, এখনই নির্বাচন হলে বিএনপি পাবে ৪১ দশমিক ৭ শতাংশ ভোট আর জামায়াত ৩১ দশমিক ৬ শতাংশ, আওয়ামী লীগ ১৩ দশমিক ৯ শতাংশ, জাতীয় নাগরিক পার্টি ৫ দশমিক ১ শতাংশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ২ দশমিক ৬ শতাংশ, জাতীয় পার্টি ১ শতাংশ ও গণ অধিকার শূন্য দশমিক ০৫ শতাংশ।  

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!