রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তার জন্য জারি করা প্রতিরক্ষা নির্দেশিকা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪-এর উপসচিব মো. আমিনুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ স্মারকে এ বিভাগ হতে জারিকৃত গুরুত্বপূর্ণ/বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে ‘প্ররক্ষা নির্দেশিকা-২০২৫’ এর কার্যকারিতা এতদ্বারা বাতিল করা হলো।
গত ২ মার্চ প্ররক্ষা নির্দেশিকা জারির পর এতে ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর গত ৬ মার্চ প্ররক্ষা নির্দেশিকা ৩ মাসের জন্য স্থগিত করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চ।
এ সময়, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করে জারি করা নির্দেশিকার ব্যাখ্যা দিতে আগামী ১৮ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করে আদালত। একই সঙ্গে এ নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুলও দেন হাইকোর্ট।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :