পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (১৬ মার্চ) সকাল ৮টা থেকে বাংলাদেশ রেলওয়ে অনলাইনে ২৬ মার্চের টিকিট বিক্রি শুরু করেছে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হচ্ছে।
এর আগে, ১৪ মার্চ থেকে অনলাইনে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১৪ মার্চ ২৪ মার্চের, ১৫ মার্চ ২৫ মার্চের এবং আজ ১৬ মার্চ ২৬ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী,
১৭ মার্চ ২৭ মার্চের টিকিট,
১৮ মার্চ ২৮ মার্চের টিকিট,
১৯ মার্চ ২৯ মার্চের টিকিট,
২০ মার্চ ৩০ মার্চের টিকিট বিক্রি হবে।
ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ৩১ মার্চ, ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।
এবার প্রতিদিন ঢাকা থেকে ৩৫,৩১৫টি অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। ফিরতি টিকিটের বিক্রি শুরু হবে ২৪ মার্চ থেকে, যা ৯ এপ্রিল পর্যন্ত চলবে।
সম্পূর্ণ টিকিট অনলাইনে কেনা যাবে, তাই যাত্রীদের দ্রুত বুকিং দিতে পরামর্শ দেওয়া হয়েছে।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :