AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রা নিরাপত্তা নিশ্চিতে প্রতি লঞ্চে থাকবেন ৪ আনসার সদস্য


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৩ এএম, ১৬ মার্চ, ২০২৫
ঈদযাত্রা নিরাপত্তা নিশ্চিতে প্রতি লঞ্চে থাকবেন ৪ আনসার সদস্য

আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে লঞ্চযাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি লঞ্চে ৪ জন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। তারা ঈদ পরবর্তী আরও ২ দিন পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

একইসঙ্গে আগামী ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১০ দিনের জন্য রাতে স্পিডবোট এবং ২৪ ঘণ্টা বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (১৬ মার্চ) সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএর পক্ষ থেকে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে একগুচ্ছ পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য নির্দেশনাগুলো হলো—

 লঞ্চে অতিরিক্ত ভাড়া আদায় নিষিদ্ধ: প্রতিটি লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে।

ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন নিষিদ্ধ: এর ব্যত্যয় হলে জরিমানা এবং রুট পারমিট বাতিল করা হবে।

 ফিটনেসবিহীন লঞ্চ চলাচল নিষিদ্ধ: যেকোনো ধরনের অযোগ্য জলযান নৌপথে চলতে পারবে না।

লঞ্চের নিরাপত্তা জোরদার: প্রতিটি দূরপাল্লার লঞ্চে ৪ জন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

অপরাধপ্রবণ এলাকায় বিশেষ টহল: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা, মুন্সিগঞ্জের গজারিয়া, বরিশালের মেঘনা নদীসহ ঝুঁকিপূর্ণ অঞ্চলে কোস্টগার্ড, নৌ-পুলিশ এবং নৌবাহিনী বিশেষ টহল দেবে।

স্পিডবোট ও বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা: ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাতে স্পিডবোট ও ২৪ ঘণ্টা বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

সড়ক পরিবহন ব্যবস্থাপনা: সদরঘাট পর্যন্ত সড়ক উন্মুক্ত রাখতে হবে, বাসের যত্রতত্র দাঁড়ানো বন্ধ করতে কঠোর মনিটরিং হবে।

 নাশকতা প্রতিরোধ: নাশকতামূলক কর্মকাণ্ড রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় পরিচয়পত্রের (NID) মাধ্যমে টিকিট প্রদান: যাত্রীদের পরিচয় নিশ্চিত করতে লঞ্চ টিকিটের জন্য জাতীয় পরিচয়পত্রের কপি সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জরুরি হটলাইন: নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ৯৯৯ এবং যাত্রীসেবা সংক্রান্ত বিষয়ে ১৬১১৩ নম্বরে যোগাযোগ করা যাবে।

পরিবেশ সুরক্ষা: লঞ্চ ও টার্মিনালে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

অগ্নি নির্বাপণ ব্যবস্থা: গুরুত্বপূর্ণ নদী বন্দর ও লঞ্চগুলোতে ফায়ার সার্ভিসের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

ধূমপান নিষিদ্ধ: নৌপরিবহন আইন অনুযায়ী লঞ্চে ধূমপান নিষিদ্ধ করা হয়েছে এবং এ বিষয়ে সতর্কতামূলক প্রচার চালানো হবে।

সুষ্ঠু নৌযান চলাচল: লঞ্চ ও ফেরিগুলো নিয়ম মেনে সিরিয়াল অনুযায়ী চলবে, বিশৃঙ্খলা তৈরি করলে রুট বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 কালবৈশাখী সতর্কতা: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।

মোবাইল কোর্ট পরিচালনা: নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ঈদযাত্রার সময় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হবে।

 

বিআইডব্লিউটিএর এই পদক্ষেপগুলোর ফলে ঈদযাত্রা আরও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের সচেতনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিশ্চিত করলে এবারের ঈদযাত্রা ঝামেলামুক্ত ও নিরাপদ হবে।

 

একুশে সংবাদ//ঢ.প//এ.জে

Link copied!