AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি,ঢাকার অবস্থান কত?


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৬ এএম, ১৮ মার্চ, ২০২৫
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি,ঢাকার অবস্থান কত?

বায়ু দূষণ বিশ্বজুড়েই এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে জনবহুল শহরগুলোতে দূষণের মাত্রা ভয়াবহ রূপ নিয়েছে। বায়ুর মান খারাপ হলে মানুষের স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলে, বাড়ে শ্বাসকষ্ট ও অন্যান্য রোগের ঝুঁকি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ঢাকার অবস্থানও খুব একটা ভালো নয়, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।

বায়ুমান সূচকে দিল্লির স্কোর ১৮৪। তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৬৬।মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ১০টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য তুলে ধরা হয়েছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লাহোর, স্কোর ১৭৯। তৃতীয় অবস্থানে থাকা দুবাইয়ের স্কোর ১৭৪। চতুর্থ স্থানে থাকা কাম্পালার স্কোর ১৬৭। পঞ্চম স্থানে থাকা কায়রোর স্কোর ১৬৬।

উল্লেখ্য, একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।


একুশে সংবাদ/ এস কে

Link copied!