AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি

৩০ মিনিটে প্রায় ৩৩ হাজার টিকিট বিক্রি, হিট ১ কোটি ২৩ লাখ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০২ পিএম, ১৯ মার্চ, ২০২৫
৩০ মিনিটে প্রায় ৩৩ হাজার টিকিট বিক্রি, হিট ১ কোটি ২৩ লাখ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আন্তঃনগর ট্রেনের টিকিটের অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

বিশেষ ব্যবস্থায় টিকিট বিক্রির ষষ্ঠ দিনে প্রথম ৩০ মিনিটেই রেলওয়ের ই-টিকিটিং ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে টিকিটপ্রত্যাশীদের মোট এক কোটি ২৩ লাখ হিট রেকর্ড করা হয়েছে। একই সময়ে ঢাকাসহ সারা দেশে প্রায় ৩৩ হাজার আসনের টিকিট বিক্রি হয়েছে।

বুধবার (১৯ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল সূত্র।

আজ বিক্রি হচ্ছে আগামী ২৯ মার্চের টিকিট। তথ্য অনুযায়ী, সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর। প্রথম ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাওয়া পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর ১৪ হাজার ৪০৫টি টিকিট বিক্রি হয়েছে। আর সারা দেশে বিক্রি হয় পশ্চিমাঞ্চলের ১৮ হাজার ৫৪৬টি টিকিট। প্রথম ৩০ মিনিটে ঢাকাসহ সারা দেশে মোট টিকিট বিক্রি হয়েছে ৩২ হাজার ৯৫১টি।

আরও জানা গেছে, ২৯ মার্চের জন্য ঢাকা থেকে ট্রেনের মোট আসন ৩৩ হাজার ১৯৯টি এবং সারা দেশের সব ট্রেনের মোট আসন এক লাখ ৭৫ হাজার ৬৩০টি।

 

একুশে সংবাদ/ঢ.প/এনএস

Link copied!