AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:২৮ পিএম, ২১ মার্চ, ২০২৫
ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা

এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেকের ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে নরেন্দ্র মোদি ও ড. মুহাম্মদ ইউনূসের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের শীর্ষ নেতাদের বৈঠকের আয়োজনের উদ্দেশ্যে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। বৃহস্পতিবার (২০ মার্চ) ভারতীয় বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে।

বঙ্গোপসাগরীয় সহযোগিতা সংস্থা বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির মধ্যে আলোচনার জন্য এ সপ্তাহে দিল্লির সঙ্গে যোগাযোগ হয়েছে ঢাকার। আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠেয় সম্ভাব্য আলোচনার জন্য বাংলাদেশ বুধবার ভারতকে কূটনৈতিক পত্র দিয়েছে। একাধিক কূটনৈতিক সূত্র বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‍‍`বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।‍‍`

এছাড়া, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।

এর আগে, ফেব্রুয়ারিতে ওমানের রাজধানী মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টা তৌহিদের বৈঠক হয়। ওই বৈঠকের বিষয়ে জয়শঙ্কর জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) নিয়েই মূলত আলোচনা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেয়া বার্তায় জয়শঙ্কর উল্লেখ করেন, ‍‍`বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা হয়েছে। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিমসটেক।‍‍`

ওইসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।

 

একুশে সংবাদ/ব.জ/এনএস

Link copied!