বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকা আজও শীর্ষ তালিকায় রয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বাতাসের মান সূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স - AQI) ঢাকার স্কোর ১৮২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসাবে চিহ্নিত করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় প্রকাশিত তথ্যে দেখা যায়, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকা তৃতীয় স্থানে রয়েছে।
বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর (২৮১)। দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থাইল্যান্ডের চিয়াং মাই (১৮৭), ভারতের দিল্লি (১৮১) ও ভিয়েতনামের হ্যানয় (১৮০)।
সূচক অনুযায়ী ঢাকার মতো পাকিস্তানের লাহোর, থাইল্যান্ডের চিয়াং মাই, ভারতের দিল্লি ও ভিয়েতনামের হ্যানয় এর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
AQI স্কোর ১৮২ থাকায় ঢাকার বাতাস বর্তমানে সাধারণ মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠেছে, বিশেষত শিশু, বয়স্ক ও শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এটি বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।
বায়ুদূষণের মাত্রা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে, ভবিষ্যতে ঢাকার বায়ুর মান আরও অবনতি হতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :