AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৯ মার্চ, ২০২৫, ১৫ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকায় আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০৯ পিএম, ২৬ মার্চ, ২০২৫
ঢাকায় আজ ‘অস্বাস্থ্যকর’ বাতাস

বিশ্বের ১২৪টি শহরের মধ্যে আজ রাজধানী ঢাকা বায়ুদূষণের দিক থেকে পঞ্চম স্থানে রয়েছে, যেখানে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার-এর সূচকে এ তথ্য প্রকাশিত হয়েছে।

সংস্থাটি জানায়, ২১১ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। অর্থাৎ এখানকার বাতাসের মান বসবাসকারীদের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’। পরের স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৯৬। সেখানকার বাতাস নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

১৮০ ও ১৭৯ স্কোর নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ভিয়েতনামের হানোই এবং নেপালের কাঠমান্ডু। আর পঞ্চম স্থানে থাকা বাংলাদেশের স্কোর১৬৪। আইকিউএয়ার’র ভাষ্য অনুযায়ী এসব এলাকার বাতাস বসবাসকারীদের জন্য ‘অস্বাস্থ্যকর’।

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১-১০০ হলে তা সহনীয়। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১-২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

 

একুশে সংবাদ/য.ট/এনএস

Link copied!