চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকালে এই সম্মেলনে তিনি অংশ নেন। এশিয়ার অর্থনৈতিক সহযোগিতা ও টেকসই উন্নয়ন বিষয়ে আয়োজিত এই ফোরামে তিনি বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরছেন।
অর্থনৈতিক প্রবৃদ্ধি: বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ ও নতুন সম্ভাবনা।
আন্তর্জাতিক সহযোগিতা: চীনের সঙ্গে সম্পর্ক জোরদার ও এশীয় অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি।
টেকসই উন্নয়ন: নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দারিদ্র্য বিমোচনে প্রযুক্তির ব্যবহার।
বোয়াও ফোরামকে এশিয়ার ‘দাভোস’ বলা হয়, যেখানে বিশ্বনেতা, নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা অংশ নিয়ে অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন। অধ্যাপক ইউনূসের বক্তব্য বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :