বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা সহজ করতে চায়না ইস্টার্ন এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে চীনের কুনমিং পর্যন্ত সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
শনিবার (২৯ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চীনে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারিত করা হয়েছে। তবে বিমান টিকিটের উচ্চ মূল্য বর্তমানে সেখানে ভ্রমণের ক্ষেত্রে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমবে, ফলে আরও বেশি বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা নিতে পারবেন।
এ বিষয়ে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম বলেছেন, কুনমিংয়ের হাসপাতালগুলোতে বাংলাদেশিদের জন্য নির্ধারিত ফ্লোর রয়েছে। সেখানে চিকিৎসার ফি খুবই সহনশীল। বাংলাদেশি রোগীদের জন্য একই ফি নির্ধারিত, যা স্থানীয় চীনা রোগীরা পরিশোধ করেন।
জানা গেছে, চীনা কর্তৃপক্ষ বাংলাদেশিদের জন্য আরও স্বাস্থ্যসেবা সুবিধা চালু করবে। এপ্রিল মাসে কুনমিংয়ে বাংলাদেশ সাংবাদিকদের একটি বড় দল পাঠাবে সেখানকার চিকিৎসা সুবিধাগুলি পরিদর্শন করা জন্য।
উল্লেখ্য, গত মাসে কয়েক ডজন বাংলাদেশি প্রথমবারের মতো চিকিৎসার জন্য কুনমিং ভ্রমণ করেছেন। তারা সেখানকার হাসপাতালের মান নিয়ে প্রশংসা করলেও ভ্রমণখরচ নিয়ে অভিযোগ করেছেন।
একুশে সংবাদ/চ.ট/এনএস
আপনার মতামত লিখুন :