AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪৯ এএম, ৩০ মার্চ, ২০২৫
জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন প্রধান উপদেষ্টা

রাজধানী ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রতিবছরের মতো, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনও সেখানে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন।

প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ঢাকা পোস্টকে জানিয়েছেন, "ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়বেন। এর পর তিনি বিকেলে তেজগাঁওয়ে তার কার্যালয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।"

জাতীয় ঈদগাহে ঈদের জামাতের প্রস্তুতি
আজ (শনিবার) সকালে জাতীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত আয়োজনের প্রস্তুতি ও সময়সূচি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা উভয়ই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করতে পারেন। তিনি আরও জানান, মোট ৩৫ হাজার মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করতে পারবেন।

জামাতের সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস
এর আগে ডিএসসিসি জানিয়েছিল, জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়ার পরিস্থিতি ভালো থাকলে জামাত সময়মতো অনুষ্ঠিত হবে, তবে যদি আবহাওয়া খারাপ হয়, তখন ঈদের প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে অনুষ্ঠিত হবে।

প্রধান উপদেষ্টার ঈদ উদযাপন
৮ আগস্ট নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, এবং এবার তিনি ও তার উপদেষ্টা পরিষদ প্রথম ঈদ উদযাপন করবেন।

 

একুশে সংবাদ//ঢ.প/এ.জে

Link copied!