আজ ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। দীর্ঘ ২৯ দিন সিয়াম সাধনার পর সোমবার সারাদেশের মুসলমানরা ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করছেন।
শাওয়াল মাসের চাঁদ দেখা রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পরই ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে। ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় নিশ্চিত করা হয় যে, সোমবার সারাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে।
ঈদ জামাতের আয়োজন জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আবহাওয়া প্রতিকূল হলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হবে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে:
সকাল ৭টা
সকাল ৮টা
সকাল ৯টা
সকাল ১০টা
সকাল পৌনে ১১টা
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরনো বাণিজ্য মেলার মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা ঢাকা মহানগরীতে এক হাজার ৭৩৯টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহ মাঠ ও গুরুত্বপূর্ণ স্থানে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, র্যাব, সোয়াট ও বোম্ব স্কোয়াড প্রস্তুত থাকবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ঈদগাহ এলাকায় নজরদারি করা হবে।
সরকারি-বেসরকারি উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। হাসপাতাল, বৃদ্ধনিবাস, কারাগার ও আশ্রয় কেন্দ্রগুলোর জন্য বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।
শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। এখানে প্রায় তিন লাখেরও বেশি মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করবেন। কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ঈদের আনন্দ ঈদের দিন সরকারি ও বেসরকারি ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, বেতার ও বিভিন্ন সংবাদমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছে।
শুভেচ্ছা বার্তা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে শুভেচ্ছা বার্তা দিয়েছেন এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।
সকলের জন্য পবিত্র ঈদুল ফিতর আনন্দময় হোক। ঈদ মোবারক!
একশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :