টানা ৯ দিনের ঈদ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সরকারি অফিস খুলছে রোববার (৬ এপ্রিল) থেকে, তবে বেশিরভাগ বেসরকারি প্রতিষ্ঠানের ছুটি ইতোমধ্যেই শেষ হয়েছে। ফলে জীবন ও জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন মানুষ।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রবেশপথে দেখা গেছে ঘরমুখো মানুষের ঢল। সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে লঞ্চযোগে ফিরে আসা যাত্রীদের ভিড় ছিল লক্ষ্যণীয়। ভোর থেকেই যাত্রীভর্তি একের পর এক লঞ্চ ভিড়ছে টার্মিনালে। প্রতিটি লঞ্চেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে, যদিও তীব্র ভোগান্তির চিত্র ছিল না।
একই চিত্র ছিল গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল এবং কমলাপুর রেল স্টেশনে। সকাল থেকে দূরপাল্লার বাস ও ট্রেন থেকে নেমে আসছেন অসংখ্য যাত্রী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
স্বাচ্ছন্দ্যে ঈদ যাত্রা, কিছু স্থানে অতিরিক্ত ভাড়ার অভিযোগ
এবারের ঈদযাত্রা তুলনামূলকভাবে ছিল স্বাচ্ছন্দ্যময় ও ভোগান্তিমুক্ত। যাত্রীরা জানিয়েছেন, যানজট বা দীর্ঘ সময় অপেক্ষা ছাড়াই তারা গন্তব্যে পৌঁছাতে পেরেছেন। তবে কোথাও কোথাও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করছে।
এদিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌরুট দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটেও ঢাকামুখী মানুষের চাপ দেখা গেছে। তবে সেখানে ভোগান্তির তেমন কোনো খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ//চ.ট/এ.জে
আপনার মতামত লিখুন :