ঈদুল ফিতরের দীর্ঘ নয় দিনের ছুটি শেষে আজ রোববার (৬ এপ্রিল) থেকে আবারও শুরু হয়েছে সরকারি অফিসপাঠ। রোজার সময় নির্ধারিত সময়সূচি শেষে অফিস এখন চলবে পূর্বের নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
চলতি বছরের ঈদুল ফিতর উদযাপিত হয় ৩১ মার্চ। ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিপুলসংখ্যক মানুষ রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়ে প্রিয়জনদের সঙ্গে গ্রামের বাড়িতে ছুটে যান। ছুটি দীর্ঘ হওয়ায় বেশিরভাগ সরকারি কর্মকর্তা-কর্মচারী ঢাকায় ইতোমধ্যে ফিরেছেন বলে মনে করা হচ্ছে।
গতকাল শনিবার (৫ এপ্রিল) রাজধানীর সদরঘাট, কমলাপুর ও বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা যায় কর্মস্থলে ফেরা মানুষের উপচেপড়া ভিড়। গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়তে হয়েছে অনেককে, বিশেষ করে সদরঘাটে নেমে যাত্রীদের দুর্ভোগ ছিল চোখে পড়ার মতো।
ছুটির ধারাবাহিকতা ছিল এইভাবে—২৮ মার্চ (শুক্রবার) ছিল শবে কদরের ছুটি, এরপর ২৯ মার্চ থেকে শুরু হয় ঈদের টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ ও ১, ২ এপ্রিল)। মাঝখানে ৩ এপ্রিল অফিস খোলা থাকলেও তা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এরপর আসে ৪ ও ৫ এপ্রিলের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।
রোজা ও ঈদের বিরতির পর রোববার থেকে আবারও পুরোনো রুটিনে চলছে সরকারি দপ্তর, আদালত, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান। এর মাধ্যমে ছুটির আমেজ কাটিয়ে আবারও কর্মচাঞ্চল্যে ফিরছে প্রশাসনিক কার্যক্রম।
একুশে সংবাদ//এ.জে
আপনার মতামত লিখুন :