পিলখানা হত্যাকাণ্ডের পর চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ক্ষতিপূরণ এবং চাকরিতে পুনর্বহালের দাবিতে আজ সকাল ১০টা থেকে পিলখানা এলাকায় অবস্থান নিয়েছেন। জিগাতলা বিজিবি ৪ নম্বর গেটের সামনে তাদের অবস্থান কর্মসূচি চলছে।
এ কর্মসূচির আওতায় শতাধিক সাবেক বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি জানাতে এসেছেন এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়নি। তাদের দাবি— চাকরিতে পুনর্বহাল ও যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হোক।
এ কর্মসূচি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা মোতায়েন করা হয়েছে এবং রায়টকার ও জলকামান প্রস্তুত রাখা হয়েছে। ধানমন্ডি থানা পুলিশও তাদের অবস্থান থেকে সরে যেতে অনুরোধ জানিয়েছে।
আন্দোলনে অংশ নেওয়া সাবেক বিডিআর সদস্য তারেক আজিজ বলেন, "আমরা শান্তিপূর্ণভাবে দাবি আদায়ের জন্য এখানে এসেছি। আমাদের একমাত্র দাবি, ক্ষতিপূরণসহ আমাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা কোনো বিশৃঙ্খলা করতে এখানে আসিনি।"
একুশে সংবাদ//ঢ.প//এ.জে
আপনার মতামত লিখুন :