AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন শুল্ক পুনর্বিবেচনার অনুরোধে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩২ পিএম, ৭ এপ্রিল, ২০২৫
মার্কিন শুল্ক পুনর্বিবেচনার অনুরোধে ট্রাম্পকে ড. ইউনূসের চিঠি

বাংলাদেশের ওপর প্রস্তাবিত ৩৭ শতাংশ আমদানি শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (৭ এপ্রিল) এই চিঠি পাঠানো হয় বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

চিঠিতে ড. ইউনূস যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতার ইতিবাচক ইতিহাস তুলে ধরে বলেন, “বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ও বাজার-সুবিধার উপর অনেকাংশেই নির্ভরশীল। এই মুহূর্তে প্রস্তাবিত শুল্ক হার বাস্তবায়িত হলে তা আমাদের তৈরি পোশাক খাতসহ রপ্তানিনির্ভর শিল্পে নেতিবাচক প্রভাব ফেলবে।”

তিনি প্রস্তাবিত ৩৭ শতাংশ আমদানি শুল্ক কমপক্ষে তিন মাস স্থগিত রেখে বিষয়টি আলোচনা ও পর্যালোচনার মাধ্যমে যৌক্তিকভাবে সমাধানের আহ্বান জানান।

চিঠিতে ড. ইউনূস বাংলাদেশের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “মার্কিন পণ্যের জন্য আমরা যে রকম উন্মুক্ত বাজার দিচ্ছি, বাংলাদেশি পণ্যের ক্ষেত্রেও একইরকম সুবিধা প্রযোজ্য হওয়া উচিত।”

এই চিঠি এমন এক সময়ে পাঠানো হলো, যখন যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য নিয়ে টানাপোড়েন তৈরি হয়েছে এবং বাণিজ্য ঘাটতি হ্রাসে যুক্তরাষ্ট্র বিভিন্ন কৌশলগত পদক্ষেপ নিচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!