যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত বাংলাদেশ পুলিশের দুই থানার নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ‘বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা’ নতুন নামে পরিচিত হবে ‘যমুনা সেতু পূর্ব থানা’ হিসেবে এবং ‘বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা’র নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে আজ মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।
এতে বলা হয়, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। ‘যমুনা সেতু পশ্চিম থানা’ (বর্তমান নাম) সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীনে। আর বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা (বর্তমান নাম) টাঙ্গাইল জেলা পুলিশের অধীনে।
এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করা হয়। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।
একুশে সংবাদ/ই.ট/এনএস
আপনার মতামত লিখুন :