পাকিস্তানের অন্যতম বৃহৎ কনগ্লোমারেট এনগ্রো হোল্ডিংস বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। বিশেষ করে টেলিযোগাযোগ এবং জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান এনগ্রো হোল্ডিংসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল সামাদ দাউদ।
সাক্ষাৎকালে তিনি বলেন, “আমরা বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের সম্ভাবনা নিয়ে বেশ আগ্রহী। এছাড়া ভোলা থেকে গ্যাস বিতরণে সহায়তার মাধ্যমেও শিল্প খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ দেখছি।”
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য হওয়া উচিত টেকসই ও দীর্ঘমেয়াদি উন্নয়ন। বিনিয়োগ এমন হতে হবে যা মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।”
এ সময় আবদুল সামাদ দাউদ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত চার দিনব্যাপী সম্মেলনের প্রশংসা করে বলেন, “সম্মেলনে একটি মানবিক স্পর্শ ছিল— আন্তরিকতা, আতিথেয়তা ও লক্ষ্যনির্ভরতা স্পষ্ট ছিল। শীর্ষস্থানীয় এত প্রতিষ্ঠানকে এক ছাদের নিচে দেখে আমি অভিভূত।”
প্রধান উপদেষ্টা এনগ্রো হোল্ডিংসকে পুনরায় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, “বাংলাদেশ শুধুমাত্র বিনিয়োগকারীদের নয়, গোটা বিশ্বকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য রাখে।”
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং প্রধান সচিব সিরাজউদ্দিন মিয়া।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :