রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মিথ্যা তথ্য ছড়ানো এবং আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে চেষ্টার অভিযোগে মডেল মেঘনা আলমকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (১১ এপ্রিল) ডিএমপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, তাঁকে অপহরণ সংক্রান্ত যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন এবং সত্য নয়। বিষয়টি তদন্তাধীন বলেও উল্লেখ করে ডিএমপি।
ফেসবুক পোস্টে ডিএমপি জানিয়েছে, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা, গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্ক মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।’
পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘তাঁকে (মেঘনা আলম) অপহরণ করার অভিযোগ সঠিক নয়। তথাপি আইনের আশ্রয় নেওয়ার অধিকার তাঁর রয়েছে।’

এর আগে, বৃহস্পতিবার রাতে বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ৩০ দিনের আটকাদেশের আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
বুধবার সন্ধ্যায় মেঘনা আলম ফেসবুকে লাইভে আসেন। ভিডিওতে তিনি অভিযোগ করেন, পুলিশ পরিচয়ে কেউ তাঁর বাসার দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে। পরে সেই পুলিশ পরিচয়ধারীরা ভেতরে প্রবেশের পরপরই লাইভটি বন্ধ হয়ে যায়।
একুশে সংবাদ/ঢ.প/এনএস
আপনার মতামত লিখুন :