ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান পরিণত হয়েছে জনসমুদ্রে।
শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই মানুষ জড়ো হতে থাকে—কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড, আর অনেকেই হাতে তুলে নিয়েছেন ফিলিস্তিনের পতাকা।

শাহবাগ, দোয়েল চত্বর ও নীলক্ষেতসহ বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে মিছিল এসে জমায়েত হয়েছে উদ্যানে। প্রবেশপথে সক্রিয় ছিলেন স্বেচ্ছাসেবকরা, কর্মসূচিকে সুশৃঙ্খল রাখতে কাজ করেছেন শুরু থেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর ও আশপাশে পতাকা বিক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো—বাংলাদেশের জাতীয় পতাকার পাশাপাশি সযত্নে সাজানো ফিলিস্তিনের পতাকাও।
দলমত, বয়স বা পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন একাত্মতা জানাতে। অনেকেই বলেছেন, এটি শুধু ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতির প্রকাশ নয়, বরং এটি মানবতার পক্ষেও এক স্পষ্ট অবস্থান। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, ফিলিস্তিনে যেভাবে মুসলমানদের ওপর গণহত্যা চালানো হচ্ছে, তা সহ্য করা যায় না, তাই প্রতিবাদ জানাতে এসেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গাজায় চলমান নৃশংস হামলার বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠন এবং মানবিক চেতনা জাগিয়ে তুলতেই এই ব্যতিক্রমধর্মী গণজমায়েতের আয়োজন। বিকেল ৩টা থেকে মাগরিবের নামাজের আগপর্যন্ত চলবে এ কর্মসূচি।
একুশে সংবাদ/ব.জ/এনএস
আপনার মতামত লিখুন :