AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভর্তি পরীক্ষার্থীদের মাঝে প্রশংসিত বাকৃবি ছাত্রদল


ভর্তি পরীক্ষার্থীদের মাঝে প্রশংসিত বাকৃবি ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন ভবনের সামনে হেল্প ডেস্ক স্থাপন করে আগত ভর্তি পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা, তথ্যসেবা, পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে ফ্রি বাইক সার্ভিস, শরবত, পানি, চকলেট ও টফির ব্যবস্থা করে নানা রকম সেবার আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে বাকৃবি ছাত্রদল।

শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয় সমন্বিত কৃষি ভর্তি পরীক্ষা। এতে প্রায় ১২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষার, ছাত্রদল নেতা মিরাজ এবং শাহীন এর নেতৃত্বে এই সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়। বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। খুলনা থেকে আগত এক পরীক্ষার্থীর অভিভাবক বলেন, “ছাত্রদলের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। রাজনীতি মানেই কেবল মিছিল বা সংঘর্ষ নয়, সেবা হওয়া উচিত রাজনীতির প্রধান অঙ্গ। আমি এই মহৎ কাজের জন্য তাদের জন্য দোয়া করি।”

বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তুষার বলেন, “আমাদের সংগঠন মেধাবী ও জনমুখী ছাত্ররাজনীতির চর্চা করে। নতুন প্রজন্মের চাহিদা ও সময়ের প্রেক্ষাপটে আমরা সংগঠনটিকে আরও আধুনিক ও কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রযুক্তিনির্ভর, শিক্ষাবান্ধব ও সামাজিক কাজে অবদান রাখাই আমাদের লক্ষ্য।”

ছাত্রদল নেতা মিরাজ জানান, “পরীক্ষার্থীদের হয়রানি বা দুশ্চিন্তা যেন না হয়, সে কারণে হেল্প ডেস্ক চালু করি। প্রশ্নপত্র, সিট খোঁজা, পরীক্ষার সময় মেইনটেইন — এসব ক্ষেত্রেও আমরা সাহায্য করেছি। আমাদের আয়োজনের মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ, বাইক সার্ভিস, শরবত-পানি সরবরাহ, পরীক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা, বিশ্রামের ব্যবস্থাসহ আবাসন সুবিধা।”

এছাড়াও, জানা যায়, আকিফ তানজিমের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রদলের একটি দল জরুরি চিকিৎসা সহায়তায় যুক্ত ছিল।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!