বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
আইন উপদেষ্টা বলেন, মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনসন দিয়েছিল। এটা নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। পুলিশ তদন্ত করেছে। বিশেষ ক্ষমতা আইন বাতিলে রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন বলেও এসময় মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুল বলেন, বাংলাদেশ থেকে ২ বিলিয়ন ডলার চুরির পরিকল্পনা করা হয়েছিল। শেষ পর্যন্ত হ্যাকিংয়ের মাধ্যমে ৮৮ মিলিয়ন ডলার চুরি করা হয়েছিল। বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। সে সময় বাংলাদেশের যারা জড়িত তাদের বিগত সরকার বাচানোর নির্দেশনা দেয়া হয়েছিল।
তিনি বলেন, ৭ হাজার ১৮৪ রাজনৈতিক হয়রানিমূলক মামলা এখন পর্যন্ত প্রত্যাহার করা হয়েছে। এতে একটু সময় লাগে।
তিনি আরও বলেন, আসামিরা জামিন পেলে আইন মন্ত্রণালয়ের সমালোচনা করা হয়। কিন্তু যারা জামিন পেয়েছেন তারা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো করণীয় নেই।
একুশে সংবাদ/য.ট/এনএস
আপনার মতামত লিখুন :