AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি যুবক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩৯ পিএম, ১৪ এপ্রিল, ২০২৫
মিয়ানমার থেকে ফিরলেন ২০ বাংলাদেশি যুবক

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ২০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে মিয়ানমার। তারা নৌপথে মালয়েশিয়া যাওয়ার পথে ধরা পড়েন বলে জানিয়েছে দেশটি।

রোববার (১৩ এপ্রিল) মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, কিছু অসাধু দালালের মাধ্যমে ওই কিশোর-তরুণদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। পথিমধ্যে তারা মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ দূতাবাস।

দীর্ঘ কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন। অবশেষে দূতাবাসের উদ্যোগে তাদের ফেরত পাঠানো সম্ভব হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন নিজে বন্দর এলাকায় উপস্থিত থেকে হস্তান্তর কার্যক্রম তদারকি করেন। তিনি জানান, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, মিয়ানমারে গড়ে ওঠা স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতেও দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত দুই বছরে মিয়ানমারে আটক ৩৫২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ দূতাবাস। সর্বশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর ৮৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

রোববার (১৩ এপ্রিল) মিয়ানমারে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

দূতাবাস জানায়, কিছু অসাধু দালালের মাধ্যমে ওই কিশোর-তরুণদের মালয়েশিয়ায় পাচারের চেষ্টা করা হচ্ছিল। পথিমধ্যে তারা মিয়ানমারের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন। পরবর্তীতে তাদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে বাংলাদেশ দূতাবাস।

দীর্ঘ কয়েক মাস ধরে তারা মিয়ানমারে আটক ছিলেন। অবশেষে দূতাবাসের উদ্যোগে তাদের ফেরত পাঠানো সম্ভব হয়।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মো. মনোয়ার হোসেন নিজে বন্দর এলাকায় উপস্থিত থেকে হস্তান্তর কার্যক্রম তদারকি করেন। তিনি জানান, যারা অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছেন, তাদের প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাষ্ট্রদূত আরও বলেন, মিয়ানমারে গড়ে ওঠা স্ক্যাম সেন্টার থেকে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতেও দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে।

উল্লেখ্য, গত দুই বছরে মিয়ানমারে আটক ৩৫২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বাংলাদেশ দূতাবাস। সর্বশেষ গত বছরের ২৮ সেপ্টেম্বর ৮৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়।

 

একুশে সংবাদ// আ.ট//এ.জে

Shwapno
Link copied!